ঢাকা প্রেস নিউজ
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা, মামলা এবং গ্রেফতারের ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। অবিরত বৃষ্টি উপেক্ষা করে শিক্ষকরা অপরাজেয় বাংলার পাদদেশে সমবেত হয়ে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন।
শিক্ষকরা দাবি জানান, শিক্ষার্থীদের ওপর নির্যাতন বন্ধ করতে হবে, গ্রেফতারকৃত শিক্ষার্থীদের মুক্তি দিতে হবে এবং শিক্ষার্থী হত্যার ঘটনার বিচার নিশ্চিত করতে হবে। তারা মনে করেন, শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং গণতান্ত্রিক অধিকার রক্ষা করা সকলের দায়িত্ব।