ঢাকা প্রেস নিউজ
হাইকোর্টের একটি এজলাসে বিচারপতি মো. আশরাফুল কামালকে লক্ষ্য করে আইনজীবীরা ডিম ছুড়ে মারার ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) প্রধান বিচারপতি অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট বার সমিতির সভাপতিকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।
এর আগে, বুধবার ষোড়শ সংশোধনী মামলার রায়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে বিরূপ মন্তব্যের জেরে আদালত কক্ষে বিচারপতি মো. আশরাফুল কামালের দিকে ডিম ছোড়েন একদল আইনজীবী।
এ ঘটনা ঘটে বিজয় ৭১ ভবনের ৩২ নম্বর আদালতে। তবে ছোড়া ডিম বিচারপতির গায়ে না লাগলেও আদালতে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়। এ সময় বিচারপতি আশরাফুল কামাল ও বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি কাজী ওয়ালিউল ইসলাম এজলাস ত্যাগ করেন। এর ফলে ওই দিন ওই বেঞ্চে বিচারকাজ স্থগিত থাকে।