অনলাইন ডেস্ক
দিল্লির বাংলাদেশ হাইকমিশনের সামনে শনিবার (২০ ডিসেম্বর) রাত ৯টার দিকে উগ্র ডানপন্থি গোষ্ঠীর বিক্ষোভের ঘটনা ঘটেছে। ২০-২৫ জনের ওই দলে থাকা ব্যক্তি কয়েকটি গাড়িতে এসে হাইকমিশনের নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে মূল ফটকের সামনে উপস্থিত হয়ে বাংলাদেশ বিরোধী স্লোগান দেয়।
হাইকমিশনের সূত্র জানিয়েছে, বিক্ষোভকারীরা উচ্চস্বরে স্লোগান দিতে থাকে এবং ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হুমকি দেয়। ঘটনা চলাকালীন হাইকমিশনার এবং তার পরিবারের সদস্যরা বাংলাদেশ হাউসে অবস্থান করছিলেন।
কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জানা যায়, দিল্লির কূটনৈতিকপাড়ায় এই ধরনের ঘটনা নজিরবিহীন। দীর্ঘ সময় ধরে বিক্ষোভ চললেও নিরাপত্তা বাহিনী কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ না করার কারণে হাইকমিশনকে সম্পূর্ণ নিরাপত্তাহীন অবস্থায় থাকতে হয়েছে।
ঘটনার সময় হাইকমিশনের নিরাপত্তায় নিয়োজিত বাহিনীর সদস্যদের নীরব ভূমিকা নিয়েও অভিযোগ উঠেছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এ ঘটনা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার পাশাপাশি কয়েকটি কূটনৈতিক পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা করছে।