ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম):-
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড় উঠান এলাকার পশ্চিম ডাকপাড়া গ্রামে সেপটিক ট্যাংকে পড়ে মো. আকিব নামে ১৩ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে বুধবার (৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে বড় উঠান ৯ নম্বর ওয়ার্ডের পাঠানবাড়িতে।
মো. আকিব স্থানীয় সিএনজি চালক শাহরিয়ার রুবেলের পুত্র। সকালবেলায় পরিবারের সদস্যদের অগোচরে আকিব ঘরের পাশের একটি নির্মাণাধীন সেপটিক ট্যাংকের কাছে চলে যায়। এরপর অনেকক্ষণ ধরে তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তারা নির্মাণাধীন সেপটিক ট্যাংকের ভেতর শিশুটির নিথর দেহ খুঁজে পান এবং মৃত অবস্থায় উদ্ধার করেন।