ঢাকা প্রেস নিউজ
সুন্দরবনের নদীতে মাছ ধরতে যাওয়া জেলে দেলোয়ার হোসেনের জালে ধরা পড়েছে ৩২ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি বিরল প্রজাতির জাবা মাছ। মাছটি বিক্রি করা হয়েছে ৩ লাখ ১২ হাজার টাকায়।
শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় মাছটি লোকালয়ে আনা হয়। এর আগে, বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের পার্শ্বেমারি গ্রামের জেলে দেলোয়ার হোসেনের জালে মাছটি ধরা পড়ে। শ্যামনগরের মুন্সিগঞ্জ এলাকার রোহন মৎস্য আড়তের মালিক আবু মুসা, রাত আটটার দিকে মাছটি ৩ লাখ ১২ হাজার টাকায় কিনে নেন।
দেলোয়ার হোসেন গণমাধ্যমকে জানান, সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কোবাতক স্টেশন থেকে পাস নিয়ে মঙ্গলবার সকালে তারা মাছ ধরতে যান। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা রেঞ্জের বাটুলা নদীতে মাছ ধরার সময় বিশাল আকৃতির এই জাবা মাছটি তাদের জালে আটকা পড়ে।
উল্লেখ্য, জাবা মাছের ফুলকা থেকে জীবনরক্ষাকারী ওষুধ তৈরি করা হয়। পাশাপাশি এর ফুলকা দিয়ে থাইল্যান্ড, মালয়েশিয়া, চীন এবং কোরিয়ায় দামী সুপ প্রস্তুত করা হয়, যা অত্যন্ত জনপ্রিয়।