ঢাকা প্রেস,নওগাঁ প্রতিনিধি:-
নওগাঁ জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. আব্দুল আউয়াল। তিনি আরও জানান, দেশের চলমান পরিস্থিতির মধ্যেও জেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনীসহ সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মিলে মিশে কাজ করে যাচ্ছে।
রোববার (১০ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
জেলা প্রশাসক বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে এবং মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে দাম রাখতে বাজার মনিটরিং অভিযান অব্যাহত রয়েছে। নিষিদ্ধ পলিথিন ব্যবহার রোধে মোবাইল কোর্ট পরিচালনা এবং সচেতনতা সৃষ্টির কাজ চলছে। এ পর্যন্ত ১৭টি মামলায় ১৫ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
জেলা প্রশাসক আরও জানান, ভবিষ্যতে আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতি না হয় সেজন্য সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারি চলছে। সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা সতর্ক অবস্থায় রয়েছে।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার কুতুব উদ্দিনসহ সেনাবাহিনী, র্যাব ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।