আমিনবাজারে ইটভাটা শ্রমিকদের মহাসড়ক অবরোধে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৯ নভেম্বর ২০২৫ ০৩:২৯ অপরাহ্ণ   |   ২৯ বার পঠিত
আমিনবাজারে ইটভাটা শ্রমিকদের মহাসড়ক অবরোধে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ

সাভারের আমিনবাজারের ভাঙা ব্রিজ এলাকায় আজ বুধবার সকাল ১১টা থেকে ইটভাটা মালিক ও শ্রমিকরা ঢাকা–আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। ইটভাটা বন্ধ ও ভাটা গুড়িয়ে দেওয়ার অভিযানের প্রতিবাদে টানা দুই ঘণ্টা সড়ক অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন যাত্রী ও সাধারণ মানুষ।
 

বিক্ষোভকারী শ্রমিকদের অভিযোগ, চলতি বছর সাভার অঞ্চলে সব ইটভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। এতে মালিকরা লক্ষ লক্ষ টাকা লোকসানের মুখে পড়েছেন এবং কর্মহীন হয়ে পড়ছেন বহু শ্রমিক। তারা বলেন, বিকল্প ব্যবস্থা না করে ভাটা বন্ধ করে দেওয়ায় তাদের জীবিকা হুমকির মুখে পড়েছে।
 

সাভার হাইওয়ে থানার ইনচার্জ সালেহ আহমেদ জানান, পরিবেশ অধিদপ্তর ঢাকার পার্শ্ববর্তী সাভার অঞ্চলকে ‘ডি গ্রেডেট এয়ার শেড’ ঘোষণা করায় প্রশাসন এলাকায় সব ইটভাটা বন্ধের উদ্যোগ নেয়। এরই প্রতিবাদে শ্রমিকরা আজ সড়ক অবরোধ করেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং শ্রমিকরা সড়ক ছেড়ে দেন। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।