চট্টগ্রামের ফটিকছড়ির কাঞ্চন নগরের হলি পাড়ায় গৃহবধূ সাজু বেগমের (৩০) মৃত্যুকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা ও বিতর্ক। নিহতের স্বামী দাবি করছেন এটি আত্মহত্যা, অপরদিকে পরিবারের অভিযোগ—এটি পরিকল্পিত হত্যা।
শনিবার (২১ জুন) সকালে নিজ ঘরের ছাদের বিমে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় সাজু বেগমের নিথর দেহ। এ দৃশ্য দেখে থমকে যায় পাড়ার মানুষ। মুহূর্তেই ছড়িয়ে পড়ে খবর, তৈরি হয় তীব্র চাঞ্চল্য।
৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাজু বেগমের স্বামী নেজাম উদ্দীন জানান, “গতকাল সন্ধ্যায় আমার ভাইয়ের স্ত্রীর সঙ্গে ওর ঝগড়া হয়। রাতে আমি ঘুমিয়ে পড়ি, ভোরে উঠে দেখি রান্নাঘরের পাশের রুমে ও ঝুলে আছে।”
তবে এই বক্তব্য মানতে নারাজ নিহতের পরিবার। বাবার অভিযোগ, “আমার মেয়েকে দীর্ঘদিন ধরে নির্যাতন করা হতো। তাকে শারীরিক ও মানসিকভাবে কষ্ট দিয়ে শেষমেশ হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। এটা কোনো আত্মহত্যা নয়—সাজানো নাটক।”
নিহত সাজুর এটি ছিল দ্বিতীয় বিয়ে। আগের সংসারে তার এক ছেলে রয়েছে। অপরদিকে স্বামী নেজামের প্রথম ঘরে রয়েছে চার সন্তান। নতুন সংসারে কলহ ছিল নিত্যদিনের সঙ্গী। পরিবারের দাবি, এসব কলহই মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে সাজুকে।
খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে।
ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আহমদ বলেন, “প্রাথমিকভাবে আত্মহত্যার আলামত দেখা গেলেও বিষয়টি সন্দেহজনক। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে এলাকায় ছড়িয়ে পড়েছে নানা গুঞ্জন। স্থানীয় সচেতন মহল প্রশ্ন তুলছে—এই মৃত্যু কি সত্যিই আত্মহত্যা, নাকি পারিবারিক সহিংসতার মর্মান্তিক পরিণতি?
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ মুছা আলম।