ঢাকা প্রেস নিউজ
রাজধানীর রামপুরার বনশ্রী এলাকায় আনোয়ার হোসেন (৪৩) নামের এক স্বর্ণ ব্যবসায়ী দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন। এ সময় তার কাছ থেকে প্রায় ২০০ ভরি স্বর্ণ ও নগদ এক লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়।
ঘটনাটি ঘটে রোববার রাত সাড়ে ১০টার দিকে, বনশ্রী ডি ব্লকের ৭ নম্বর রোডের ২০ নম্বর বাড়ির সামনে। আশপাশের ভবনের বাসিন্দারা ছিনতাই ও গুলির ঘটনা মোবাইলে ধারণ করে, যা রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিও ফুটেজে দেখা যায়, তিনজন দুর্বৃত্ত মোটরসাইকেল থেকে নেমে আনোয়ার হোসেনের কাছ থেকে ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু আনোয়ার প্রতিরোধ করেন। ধস্তাধস্তির একপর্যায়ে একজন তাকে গুলি করে। এরপর তারা ব্যাগ ছিনিয়ে দ্রুত মোটরসাইকেলে পালিয়ে যায়।
আনোয়ারের পরিবার জানায়, ব্যাগে ২০০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ এক লাখ টাকা ছিল। তাদের ধারণা, দুর্বৃত্তরা দোকান থেকেই তাকে অনুসরণ করেছিল এবং বাসার সামনে পৌঁছামাত্র হামলা চালায়।
রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) মশিউল আলম জানান, গুলিবিদ্ধ আনোয়ারকে প্রথমে বনশ্রীর ফরাজী হাসপাতাল, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
আনোয়ারের বন্ধু মজিবুর রহমান জানান, তিনি বনশ্রীর সি ব্লকের ৫ নম্বর সড়কে ‘অলংকার জুয়েলার্স’ নামে একটি দোকান পরিচালনা করেন এবং প্রায় ১৫ বছর ধরে স্বর্ণ ব্যবসার সঙ্গে জড়িত। প্রতিদিনের মতো রোববার রাতেও তিনি ব্যাগে স্বর্ণের গহনা নিয়ে হেঁটে বাসায় ফিরছিলেন।
বাসার গেটের কাছাকাছি পৌঁছামাত্র তিনটি মোটরসাইকেল এসে তাকে ঘিরে ধরে। দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ও গুলি করে স্বর্ণের ব্যাগ ছিনিয়ে নেয়। আনোয়ারের শরীরে চারটি গুলির আঘাত এবং ছয়টি ধারালো অস্ত্রের ক্ষত রয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ইতোমধ্যে ঘটনাটি তদন্ত করছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।