মোস্তফা আন্জুম ফাহিম:
কক্সবাজার–১ সংসদীয় আসনের চকরিয়া ও পেকুয়া উপজেলায় আসন্ন নির্বাচনকে ঘিরে তৈরি হয়েছে তীব্র রাজনৈতিক উত্তাপ। এবারের নির্বাচনে বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমেদ এবং জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল্লাহ আল ফারুকের মধ্যে সরাসরি দ্বিমুখী ভোটের লড়াই লক্ষ্য করা যাচ্ছে। দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে নির্বাচনী আমেজ।
বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমেদ আগের নির্বাচনে উল্লেখযোগ্য ভোট পাওয়ার অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবারও জোরালো প্রচারণা শুরু করেছেন। তিনি এলাকায় উন্নয়ন, কর্মসংস্থান এবং জনস্বার্থ সংশ্লিষ্ট নানা প্রতিশ্রুতি তুলে ধরে তৃণমূল পর্যায়ে নিজের অবস্থান শক্ত করছেন। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ ভোটারদের মাঝেও তার প্রচারণা দৃশ্যমান।
অন্যদিকে, জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক কক্সবাজার জেলা জামায়াতের আমির হিসেবে সংগঠনিক শক্তির ওপর ভর করে মাঠে নেমেছেন। তিনি ইসলামি মূল্যবোধ, ন্যায়ভিত্তিক সমাজ এবং গণতান্ত্রিক প্রক্রিয়া জোরদারের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই আসনে দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। পেকুয়া ও চকরিয়ার সাধারণ ভোটাররাও আশা প্রকাশ করছেন, এবারের নির্বাচন তাদের এলাকার উন্নয়ন ও ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নির্বাচনী প্রচারণা চলমান থাকায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা বাড়ছে—শেষ পর্যন্ত কক্সবাজার–১ আসনের জয় কার ঝুলিতে যাবে। ভোটের দিন যত ঘনিয়ে আসছে, ততই সবার নজর কেন্দ্রীভূত হচ্ছে এই দ্বিমুখী নির্বাচনী লড়াইয়ের দিকে।