মিয়ানমারের পণ্য আনার সময় সরকার ও আরাকান আর্মিকে ট্যাক্স দিতে হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০১ মার্চ ২০২৫ ০৫:২৯ অপরাহ্ণ   |   ৮৭ বার পঠিত
মিয়ানমারের পণ্য আনার সময় সরকার ও আরাকান আর্মিকে ট্যাক্স দিতে হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

মঈনুদ্দীন শাহীন ( ষ্টাফ রিপোর্টার) কক্সবাজার:-


স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম বলেছেন, মিয়ানমার থেকে পণ্য আনার ক্ষেত্রে সিটওয়ে এবং নাফ নদী পার হওয়ার সময় আরাকান আর্মিকে ট্যাক্স দিতে হচ্ছে। সীমান্তে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ সরকার মিয়ানমার সরকারসহ উভয়পক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে। তিনি বলেন, এটি একটি বড় সমস্যা এবং সরকার এই সমস্যার সমাধানে কাজ করছে।

 

 

শনিবার (১ মার্চ) সকালে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
 

এক প্রশ্নের জবাবে, স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, কক্সবাজারে সম্প্রতি অপহরণের ঘটনা বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, “বাংলাদেশে ১২ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া হয়েছে, এবং তাদের মধ্যে অনেকেই অপহরণসহ বিভিন্ন অপরাধে জড়িত। রোহিঙ্গাদের যত দ্রুত সম্ভব তাদের নিজ দেশে ফেরত পাঠানো হলে আমাদের জন্য তা সুবিধাজনক হবে, কারণ তারা আমাদের সমস্যার পরিমাণ বাড়াচ্ছে।”
 

সভায় কক্সবাজারের চকরিয়া থানার ওসি মনজুর কাদের ভূঁইয়ার বিতর্কিত ভূমিকার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র উপদেষ্টা তাকে আজকের মধ্যেই প্রত্যাহারের নির্দেশ দেন।
 

সভায় সশস্ত্র বাহিনী, পুলিশ, র‍্যাব, বিজিবি, আনসার, কারা অধিদফতর, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, ইমিগ্রেশন ও পাসপোর্ট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।