ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ৬ আহত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৩ নভেম্বর ২০২৪ ০১:০৪ অপরাহ্ণ   |   ৪৭৩ বার পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ৬ আহত

ঢাকা প্রেস
সীতাকুণ্ড প্রতিনিধি:-


 

সীতাকুণ্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। রোববার (৩ নভেম্বর) সকাল ৮টার দিকে শুকলাল হাট এলাকায় একটি যাত্রীবাহী বাস ও একটি কাভার্ডভ্যানের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৬ জন আহত হয়েছেন।
 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী বাস হঠাৎ থামার কারণে পেছনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে পেছনে থাকা কাভার্ডভ্যানটিও ধাক্কা লাগে। সড়কের ওপর বাজার বসায় দুর্ঘটনার তীব্রতা বেড়ে যায়।
 

আহতদের নাম ও পরিচয় এখনও জানা যায়নি। তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 

এম ইমন নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, "সামনের বাসটি হঠাৎ ব্রেক করার কারণে পুরো ঘটনাটি ঘটেছে। অনেক লোক আহত হয়েছে।"
 

এই দুর্ঘটনার কারণে সড়কে যানজটের সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও তদন্ত কাজ শুরু করেছে।