জিহাদ হোসেন-বিশেষ প্রতিনিধি (নারায়ণগঞ্জ):-
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার বলেছেন, “৫ আগস্ট তারেক রহমানের নেতৃত্বে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে আমরা একটি বিজয় অর্জন করেছি। কিন্তু এক বছর পার হলেও মানুষ এখনো সেই বিজয়ের প্রকৃত স্বাদ পায়নি। কারণ, আজও দেশে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হয়নি। ৫ আগস্ট আমরা একটি পতাকা পেয়েছি, পেয়েছি নতুন দিগন্তের স্বপ্ন। কিন্তু বাস্তবে দেশ চলছে আইন-শৃঙ্খলা অবনতি, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের উচ্চমূল্যসহ নানা বিশৃঙ্খলার মধ্য দিয়ে।”
তিনি আরও বলেন, “আমরা অবিলম্বে নির্দিষ্ট সময়ের মধ্যে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানাচ্ছি। সেই নির্বাচনে ধানের শীষের প্রতীকের প্রার্থীকে জয়যুক্ত করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
বুধবার (২ জুলাই) বিকেলে ফতুল্লা ইউনিয়ন বিএনপির উদ্যোগে স্থানীয় চৌধুরী বাড়ি মিলনায়তন মাঠে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি অধ্যাপক মামুন মাহমুদ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাসুকুল ইসলাম রাজীব, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান আরিফসহ অন্যান্য নেতৃবৃন্দ।