হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের গুঞ্জন অস্বীকার করলো পশ্চিমবঙ্গ পুলিশ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৯ ডিসেম্বর ২০২৫ ০৭:২২ অপরাহ্ণ   |   ৩৮ বার পঠিত
হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের গুঞ্জন অস্বীকার করলো পশ্চিমবঙ্গ পুলিশ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের আসামিদের গ্রেপ্তারের খবর নাকচ করে দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশ। 

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক আনুষ্ঠানিক পোস্টে তারা জানায়, এই হত্যাকাণ্ডে জড়িত কাউকে আটকের তথ্যটি সম্পূর্ণ ভিত্তিহীন।

গত কয়েকদিন ধরে বাংলাদেশের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, হাদি হত্যার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখকে সহায়তার অভিযোগে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) পাঁচ বাংলাদেশিকে আটক করেছে। তবে পশ্চিমবঙ্গ পুলিশ বিষয়টিকে নিছক ‘গুজব’ হিসেবে আখ্যা দিয়ে সাধারণ মানুষকে এ ধরনের পোস্ট থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।

এর আগে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, দুই অভিযুক্ত ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতের মেঘালয় রাজ্যে পালিয়ে গেছেন। 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার এস এন মো. নজরুল ইসলাম সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, অভিযুক্তরা সীমান্ত পার হয়ে মেঘালয়ের তুরা নামক এলাকায় অবস্থান করছেন।

তবে মেঘালয় পুলিশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশ পুলিশের এই দাবিকেও ‘অসত্য’ ও ‘বিভ্রান্তিকর’ বলে প্রত্যাখ্যান করেছে। 

মেঘালয় পুলিশের এক শীর্ষ কর্মকর্তা জানান, সীমান্ত পারাপার বা ভারতে কাউকে শনাক্ত করার বিষয়ে তাদের কাছে কোনো গোয়েন্দা তথ্য নেই। এমনকি ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে কোনো সমন্বয় ছাড়াই বাংলাদেশ পুলিশ এমন বক্তব্য দিয়েছে বলে তাঁরা দাবি করেন।

উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের পর থেকে আসামিদের অবস্থান নিয়ে দুই দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে পাল্টাপাল্টি তথ্যের এই ধোঁয়াশা তৈরি হলো।