কুমিল্লার দেবিদ্বারে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে মোবাইল কোর্ট পরিচালনা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৫ নভেম্বর ২০২৫ ০২:৫৮ অপরাহ্ণ   |   ৫৬ বার পঠিত
কুমিল্লার দেবিদ্বারে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে মোবাইল কোর্ট পরিচালনা

মো: কাউছার সরকার,বিশেষ প্রতিনিধি (কুমিল্লা):-



কুমিল্লার দেবিদ্বারে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। এ সময় ফ্রিজে পচা ও বাসি রান্না করা খাবার সংরক্ষণের দায়ে তিনটি হোটেল-রেস্টুরেন্টকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
 

বুধবার দুপুরে উপজেলা সদরের আজগর হোটেল, ছাবরিয়া হোটেল ও কালাম হোটেলে এ অভিযান পরিচালনা করেন মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সাল উদ্দিন। তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এ জরিমানা আদায় করেন।