ভুটানের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে প্রধান উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৯ জুলাই ২০২৫ ০৫:২৭ অপরাহ্ণ   |   ২৭ বার পঠিত
ভুটানের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে প্রধান উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ যে অবকাঠামোগত সুবিধা ভুটানকে দিচ্ছে, তার সর্বোচ্চ সদ্ব্যবহার করা উচিত। তিনি বলেন, দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণে এখনো অনেক সম্ভাবনা রয়েছে, যা উভয় দেশের জন্য উপকারী হবে।
 

আজ বুধবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নবনিযুক্ত ভুটানি রাষ্ট্রদূত দাশো কারমা হামু দর্জি। এ সময় রাষ্ট্রদূত ভুটানের প্রধানমন্ত্রীর শুভেচ্ছাবার্তা প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দেন।
 

সাক্ষাতে রাষ্ট্রদূত দর্জি বাংলাদেশের সঙ্গে ভুটানের দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্ক এবং চিকিৎসা শিক্ষা ও ভুটানি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় বাংলাদেশের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ভবিষ্যতে এই সম্পর্ককে আরও গভীর করতে তার দেশ আন্তরিকভাবে আগ্রহী।
 

উভয় দেশের জনগণের মধ্যে সম্পর্ক জোরদারের প্রসঙ্গে অধ্যাপক ইউনূস বলেন, যুবসমাজের পারস্পরিক ভ্রমণের মাধ্যমে সাংস্কৃতিক বোঝাপড়া ও বন্ধন আরও সুদৃঢ় করা সম্ভব। তিনি আরও বলেন, বাংলাদেশ সার্কের চেতনাকে এগিয়ে নিতে আগ্রহী এবং আঞ্চলিক সহযোগিতা জোরদারে সবসময় প্রস্তুত।
 

প্রধান উপদেষ্টা নবনিযুক্ত রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন এবং আশা প্রকাশ করেন, তার কার্যকালীন সময়ে বাংলাদেশ-ভুটান সম্পর্ক আরও দৃঢ় ও কার্যকর হবে

সূত্র: বাসস।