 
                            
ঢাকা প্রেস
জিহাদ হোসেন,বিশেষ প্রতিনিধি ( নারায়ণগঞ্জ):-
 
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঋণের চাপ সহ্য করতে না পেরে তোফাজ্জল হোসেন (৬০) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায়।
 
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক শেখর মিয়া।
 
তিনি জানান, তোফাজ্জল হোসেন কুমিল্লা সদর থানার মৃত আব্দুল কাদেরের ছেলে। তিনি বর্তমানে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের সাবেক ইউপি সদস্য বজলুর রহমানের বাড়িতে পরিবারসহ ভাড়া থাকতেন। তোফাজ্জল হোসেন বিভিন্নজনের কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ ঋণ গ্রহণ করেছিলেন।
 
শেখর মিয়া আরও জানান, ঋণের বিষয়ে শনিবার বিকেলে তোফাজ্জল হোসেনের ছেলে-মেয়েদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এর পর সন্ধ্যায় তিনি ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
 
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানিয়েছেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।
 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                 
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                         
                                        
                                        
                                    