কিশোরগঞ্জের অষ্টগ্রামে গরুচোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা

প্রকাশকালঃ ১৪ ডিসেম্বর ২০২৪ ০৬:০৩ অপরাহ্ণ ০ বার পঠিত
কিশোরগঞ্জের অষ্টগ্রামে গরুচোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা

ঢাকা প্রেস,অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি:-


কিশোরগঞ্জের অষ্টগ্রামে গরু চুরির সন্দেহে দুই ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহতরা হলেন মো. শাহজাহান ও মো. নাসির। শনিবার (১৪ ডিসেম্বর) ভোরে উপজেলার দেওঘর এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

 

মো. শাহজাহানের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় এলাকায়, আর মো. নাসিরের বাড়ি কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কাগজি গ্রামে।
 

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন জানিয়েছেন, ভোর সাড়ে ৬টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুটি মরদেহ ও একটি মহিষ উদ্ধার করে। রাতের আঁধারে মহিষ চুরি করে পালানোর চেষ্টা করার সময় স্থানীয়রা তাদের ধরে গণপিটুনি দেয়, এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
 

ওসি আরও জানান, নিহত শাহজাহান একজন চিহ্নিত গরুচোর এবং তার বিরুদ্ধে গরু চুরির একাধিক মামলা রয়েছে। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং উদ্ধারকৃত মহিষটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।