ভান্ডারিয়া পেশাজীবী পরিষদ চট্টগ্রাম এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৮ মার্চ ২০২৫ ১২:৩৩ অপরাহ্ণ   |   ১৭৪ বার পঠিত
ভান্ডারিয়া পেশাজীবী পরিষদ চট্টগ্রাম এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ডেস্ক নিউজ (চট্টগ্রাম):-



নগরীর ইপিজেড এলাকার বন্দরটিলায় ভান্ডারিয়া পেশাজীবী পরিষদ চট্টগ্রাম 'এর' উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ মাইনুল ইসলাম মইনের সভাপতিত্বে ও সংগঠক মোঃ ইয়াছিন হাওলাদার শাহীনের সঞ্চালনায় ৭ মার্চ, শুক্রবার ( ৬ রমজান) অনুষ্ঠিত হয়েছে।


 



রমজানের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মোঃ আতাউর রহমান কবির(সহ-সভাপতি বরিশাল বিভাগীয় সমিতি), চট্টগ্রাম কেন্দ্রীয় কমিটি,মো রফিকুল ইসলাম সভাপতি আগ্রাবাদ ডাবলমুড়িং অঞ্চল  (বরিশাল বিভাগীয় সমিতি)।

 



সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা আব্দুল কাদের মজুমদার নান্ট, ইফতার মাহফিল উদযাপন কমিটির আহ্বায়ক মোঃ জাহিদ হোসেন, সদস্য সচিব মোঃ মিরাজ হাওলাদার, স্থানীয় ক্রীড়া সংগঠক ও সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা।


অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোঃ জসিম উদ্দিন,কাজী মাহাফুজুর রহমান রাজু, মোঃ ইব্রাহীম খলিল, মোঃ ইলিয়াস হোসেন, মোঃ পলাশ ইসলাম, তানজিল হোসেন, আব্দুস সালাম, মোঃ সজীব প্রমুখ। 


ইফতার মাহফিলে দোয়া মোনাজাত পরিচালনা করেছেন বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা মোঃ ইব্রাহীম খলিল উল্লাহ সাহেব।


বক্তারা বলেন, রমজানের তাৎপর্য ও গুরুত্ব বহন করে ভান্ডারিয়া পেশাজীবী পরিষদের নেতৃবৃন্দ কে আত্ম ত্যাগের মহিমায় ঐক্যবদ্ধভাবে দেশের আত্ম-সামাজিক উন্নয়নে কাজ করতে অনুরোধ জানান।