জমি নিয়ে বিরোধে ট্রিপল মার্ডার মামলায় আরো ২ আসামি গ্রেফতার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৯ জুলাই ২০২৫ ০২:২৭ অপরাহ্ণ   |   ৩৭ বার পঠিত
জমি নিয়ে বিরোধে ট্রিপল মার্ডার মামলায় আরো ২ আসামি গ্রেফতার

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত হত্যা মামলায় এজহারভুক্ত আরও দুই আসামিকে গাজীপুর জেলা থেকে গ্রেফতার করেছে রৌমারী থানা পুলিশ। এ নিয়ে এ মামলায় মোট ৭ জন আসামিকে গ্রেফতার করা হলো।
 

জানা যায়, গত ২৪ জুলাই ২০২৫ তারিখে রৌমারী থানার অন্তর্গত ভেন্দুরচর ইউনিয়নের প্রত্যন্ত চরাঞ্চলে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হন। ঘটনার পরপরই পুলিশ সুপার কুড়িগ্রামের নির্দেশে রৌমারী থানা পুলিশ ব্যাপক অভিযান চালিয়ে ৫ জন আসামিকে গ্রেফতার করে।
 

এরই ধারাবাহিকতায় গত ২৮ জুলাই রাতে রৌমারী থানা পুলিশের একটি টিম গাজীপুর জেলার শফিপুর এলাকা থেকে মামলার এজহারভুক্ত দুই আসামি ধলু মিয়া ও দুলালকে গ্রেফতার করে।
 

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও ডিবি’র অফিসার ইনচার্জ মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, "হত্যা মামলার এজহারভুক্ত সাত আসামির মধ্যে সাতজনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। খুব শিগগিরই এই মামলার সঙ্গে জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে।"
 

তিনি আরও জানান, আইনশৃঙ্খলা বাহিনীর এমন তৎপরতায় স্থানীয় জনগণের মাঝে স্বস্তি ফিরে এসেছে। মামলার তদন্ত কার্যক্রম দ্রুত সম্পন্ন করে চার্জশিট দাখিলের প্রস্তুতি নিচ্ছে পুলিশ।