রংপুর প্রতিনিধি:-
রংপুরে বিএমডিসি থেকে ম্যাটস শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন বন্ধ এবং চিকিৎসক নিয়োগসহ পাঁচ দফা দাবিতে মেডিকেল শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল এবং সড়ক অবরোধ করেছেন। শনিবার দুপুরে রংপুর মেডিকেল কলেজের সামনে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ, প্রাইম মেডিকেল কলেজ এবং রংপুর মেডিকেল কলেজের শত শত শিক্ষার্থী সমবেত হন। পরে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে হাসপাতাল ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে। এই আন্দোলনে রংপুর মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা সংহতি প্রকাশ করেন।
সড়ক অবরোধ কর্মসূচিতে বক্তব্য রাখেন রংপুর মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক ডা. মাহফুজুর রহমান, প্রাইম মেডিকেল কলেজের ডা. আবির আহমেদ এবং কমিউনিটি মেডিকেল কলেজের ডা. রাশিদ সাবাব। বক্তারা বলেন, বিএমডিসি কর্তৃক ম্যাটস শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন দেওয়ার সিদ্ধান্তের ফলে চিকিৎসক পেশা এবং মর্যাদা হুমকির সম্মুখীন হবে। এ ধরনের পরিস্থিতিতে, তৃণমূল পর্যায়ের ম্যাটস শিক্ষার্থীরা নিজেদের চিকিৎসক পরিচয় দিয়ে রোগীদের সঙ্গে প্রতারণা করতে পারে, যা ভুল চিকিৎসা এবং রোগীর মৃত্যুর কারণ হতে পারে। এতে চিকিৎসক সমাজের সুনাম ক্ষুণ্ন হবে এবং পেশার মর্যাদা হারাবে। তাই তাদের দাবি, বিএমডিসি শুধুমাত্র এমবিবিএস এবং বিডিএস পাস শিক্ষার্থীদের চিকিৎসক হিসেবে রেজিস্ট্রেশন দেবে, অন্য কাউকে নয়।
তাদের দাবিগুলির মধ্যে রয়েছে:
এছাড়া, গত ২০ ফেব্রুয়ারি থেকে রংপুর মেডিকেল কলেজের শিক্ষার্থীরা পাঁচ দফা দাবিতে ক্লাস এবং পরীক্ষার boycott ঘোষণা করেছেন। ১ মার্চ থেকে ইন্টার্নদের ইনডোর ও আউটডোর সেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়ায়, রোগীরা এর ফলে বিড়ম্বনায় পড়তে পারেন।