নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম, ঢাকা প্রেস:-
চট্টগ্রামের রাউজান পৌরসভার ৫নং ওয়ার্ডের সুলতানপুর এলাকায় বাকপ্রতিবন্ধী পরিবারের বসতবাড়ি দখলের অপচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।

শনিবার (২৬ অক্টোবর) রাতে নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে মিঠন কুমার দাশের পরিবারের সদস্যরা লিখিত বক্তব্য উপস্থাপন করেন।
লিখিত বক্তব্যে মিঠন কুমার দাশের স্ত্রী অভিযোগ করেন, তাদের শত বছরের পুরনো সনাতন ধর্মাবলম্বী পরিবারের বসতভিটা দখলে নিতে সাগর দাশ, সজল দাশ, উজ্জ্বল দাশসহ আরও ১০-১২ জন সন্ত্রাসী ও ভূমিদস্যু চক্র মরিয়া হয়ে উঠেছে। বিগত ছয়-সাত বছর ধরে তারা ভুয়া ওয়ারিশ সনদ ও জাল দলিল তৈরি করে ওই জমি অবৈধভাবে দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, সাগর দাশ একের পর এক মিথ্যা মামলা দিয়ে বাকপ্রতিবন্ধী পরিবারের সদস্যদের হয়রানি করছেন, এমনকি প্রাণনাশের হুমকি দিচ্ছেন। এ ঘটনার বিরুদ্ধে রাউজান ৩য় জেলা জজ আদালতে (মামলা নং ১৫০/২০২৫) মামলা চলছে। এছাড়া উত্তর চট্টগ্রামের ম্যাজিস্ট্রেট আদালতে দায়েরকৃত মিছ মামলা নং ৬৯০/২০২৫-এ আদালত পূর্বপুরুষের বসতভিটা বৈধ মালিকদের দখলে রাখার নির্দেশ দিয়েছেন।
ভূমি অফিসের কর্মকর্তারাও গত ২৩ অক্টোবর সরেজমিনে গিয়ে পরিবারের বৈধ দখল নিশ্চিত করেছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
তবে এর পরও সম্প্রতি সাগর দাশের নেতৃত্বে সন্ত্রাসীরা ওই বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, সম্পদ নষ্ট ও পরিবারের সদস্যদের মারধর করেছে বলে অভিযোগ করেন মিঠন কুমার দাশ। হামলার ঘটনায় মিঠন কুমার দাশ, তার ভাই বাকপ্রতিবন্ধী ছোটন দাশ ও পরিবারের অন্যান্য সদস্যরা আহত হন। তারা বর্তমানে আতঙ্কে এলাকাছাড়া হয়ে আছেন।
ভুক্তভোগী পরিবার অভিযোগ করেন, সাগর দাশ অতীতে ক্ষমতাসীন রাজনৈতিক দলের সদস্য ছিলেন এবং সেই প্রভাব ব্যবহার করে দীর্ঘদিন ধরে অনৈতিকভাবে জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
তারা সাগর দাশ ও তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে রাউজান সুলতানপুরের নন্দীপাড়া কালী বাড়ি এলাকার সনাতন ধর্মাবলম্বী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মিঠন কুমার দাশ, তার স্ত্রী, পুত্র, ছোটন দাশসহ পরিবারের অন্যান্য সদস্যরা।