আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৯৪ বোতল ভারতীয় মাদক স্কাফ সহ রিয়াজুল হক বাধন নামের এক মাদক কারবারিকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ।
মঙ্গলবার ১৪ এপ্রিল রাত দেড়টার দিকে উপজেলার পশ্চিম ফুলমতি গ্রামের মাদক কারবারীর বাড়িতে অভিযান পরিচালনা করে বাড়ির আঙ্গিনা খুরে ৯৪ বোতল স্কাফ উদ্ধার করে ও ১ জন মাদককাবারিকে গ্রেফতার করে। এ সময় তার বড় ভাই মাদককারবারি বিদ্যুৎ পালিয়ে যান।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, আটক ওই মাদক কারবারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।