এক ঘণ্টায় শেষ ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট!

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ০৫:১৬ অপরাহ্ণ   |   ৮২ বার পঠিত
এক ঘণ্টায় শেষ ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট!

স্পোর্টস ডেস্ক:-

 

চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান মুখোমুখি হচ্ছে, আর সেই ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। ম্যাচটি কোথায় হবে, তা নিয়ে চলমান আলোচনা শেষে সিদ্ধান্ত হয়—হাইব্রিড মডেলে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে মহারণ।
 

আগামী ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এই হাইভোল্টেজ লড়াইয়ের টিকিট বিক্রি শুরু হতেই ভক্তদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। মাত্র এক ঘণ্টার মধ্যেই সব টিকিট বিক্রি হয়ে যায়! ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, শুধু ভারত-পাকিস্তান ম্যাচই নয়, দুবাইয়ে অনুষ্ঠিতব্য বাংলাদেশ-ভারতসহ চারটি ম্যাচের টিকিটও কয়েক ঘণ্টার মধ্যে শেষ হয়ে গেছে।
 

আইসিসির সাম্প্রতিক টুর্নামেন্টগুলোতে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট দ্রুত শেষ হয়ে যাওয়াটা নতুন কিছু নয়। দুই দেশের মধ্যে রাজনৈতিক টানাপোড়েনের কারণে দ্বিপাক্ষিক সিরিজ না হওয়ায়, আইসিসির ইভেন্টগুলোতেই তাদের দেখা মেলে। এই বিরল সুযোগের কারণেই ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে আগ্রহ সব সময় তুঙ্গে থাকে।
 

টিকিট বিক্রি শুরু হয় ৩ ফেব্রুয়ারি স্থানীয় সময় বিকেল ৪টায়, অনলাইন ও বুথ—দুই মাধ্যমেই পাওয়া যাচ্ছিল। কিন্তু প্রচণ্ড চাহিদার কারণে অনেক সমর্থকই কাঙ্ক্ষিত টিকিট পাননি। ভারতীয় সংবাদ সংস্থা আইএনএস-কে এক হতাশ সমর্থক বলেন, ‘লাইন লম্বা হবে, তা বুঝতে পারছিলাম। কিন্তু এত দ্রুত টিকিট শেষ হয়ে যাবে, তা কল্পনাও করিনি! লাইনে দাঁড়িয়ে যখন নিজের জায়গা নিশ্চিত করলাম, তখন দেখি মাত্র দুটি ক্যাটাগরির টিকিট বাকি, যা আমার বাজেটের বাইরে।’