আরব আমিরাতে ফুল ফান্ডেড বৃত্তির সুযোগ, আবেদনের শেষ সময় ৩০ এপ্রিল
প্রিন্ট করুন
প্রকাশকালঃ
২৪ মার্চ ২০২৪ ০১:৩৪ অপরাহ্ণ
|
৩৭২ বার পঠিত
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) খ্যাতনামা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান খলিফা বিশ্ববিদ্যালয় ২০২৪ সালে বিদেশি শিক্ষার্থীদের জন্য ফুল ফান্ডেড বৃত্তি প্রদান করছে। QS র্যাঙ্কিংয়ে ২০১৮ সালে ১৮১তম স্থান অধিকারকারী এই বিশ্ববিদ্যালয়টি ২০০৭ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।
বৃত্তির সুবিধা
সম্পূর্ণ বিনা বেতনে পড়াশোনার সুযোগ
মাসিক উপবৃত্তি
স্বাস্থ্য ভাতা
গবেষণা ভাতা
আবাসনের সুবিধা
যাতায়াতের জন্য বিমানভাড়া
ভিসা আবেদনের ফি
আবেদনের যোগ্যতা
স্নাতকোত্তর ডিগ্রির জন্য স্নাতক এবং পিএইচডি ডিগ্রির জন্য স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।
ভালো একাডেমিক ফলাফল।
ইংরেজি ভাষায় দক্ষতা এবং সনদ।
আইইএলটিএসে স্কোর ৬.৫।
স্যাট-এ স্কোর ১৫৫০।
টোয়েফলে (ইন্টারনেট-বেসড টেস্ট) স্কোর ৯১।
স্টেটমেন্ট অব পারপাস (SOP) (৫০০ থেকে ১০০০ শব্দ)।
বিশ্ববিদ্যালয়ের ভর্তির সব প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।
দুটি রেফারেন্স লেটার।
আবেদনের সময়সীমা
২০২৩-২৪ শিক্ষাবর্ষের জন্য খলিফা বৃত্তির আবেদনের শেষ সময় আগামী ৩০ এপ্রিল।