টাংগাইলের কালিহাতীতে পরীক্ষাকেন্দ্রে অসদুপায় অবলম্বন,ভিডিও ভাইরাল।

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৫ এপ্রিল ২০২৫ ১০:২২ অপরাহ্ণ   |   ১৩৪ বার পঠিত
টাংগাইলের কালিহাতীতে পরীক্ষাকেন্দ্রে অসদুপায় অবলম্বন,ভিডিও ভাইরাল।

সোহাগ আহম্মেদ,বিশেষ প্রতিনিধি, টাংগাইল:-

 

টাংগাইলের কালিহাতীতে পরীক্ষাকেন্দ্রে অসদুপায় অবলম্বনের খবর পাওয়া গেছে এবং সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্রের পরীক্ষা চলাকালীন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

 

গত বৃহস্পতিবার,১০ এপ্রিল টাঙ্গাইলের কালীহাতী উপজেলার নারান্দিয়ায় তোফাজ্জল হোসেন তুহিন কারিগরি স্কুলে  এসএসসির বাংলা প্রথমপত্র পরীক্ষায় এ ঘটনা ঘটেছে।  

 

এতে পরীক্ষার্থীদের বই দেখে পরীক্ষা দিতে সহায়তা করেছেন খোদ শিক্ষকরা,এ নিয়ে চলছে নানা সমালোচনা।

 

টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সঞ্জয় কুমার মহন্ত জানান, মঙ্গলবার সকালেই বিষয়টি জানতে পারি। বাংলা প্রথমপত্র পরীক্ষায় এ ঘটনা ঘটে। বিষয়টি জানতে পেরে কালিহাতীর ইউএনওকে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠিয়েছিলাম। 

 

এখন আমরা একটি কমিটি করে দেব। তারা তদন্ত করে রিপোর্ট দিলে আমরা শিক্ষকদের এবং সংশ্লিষ্ট কেন্দ্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব। মঙ্গলবার পুরো টাংগাইল জুড়ে বিষয়টি নিয়ে বেশ উদ্বেগ ছড়িয়ে পড়েছে।