‘ছাবা’ সিনেমা চলাকালীন প্রেক্ষাগৃহে অগ্নিকাণ্ড

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ০৪:০৩ অপরাহ্ণ   |   ৮৩ বার পঠিত
‘ছাবা’ সিনেমা চলাকালীন প্রেক্ষাগৃহে অগ্নিকাণ্ড

বিনোদন ডেস্ক

 

বুধবার বিকেলে ভারতের নয়া দিল্লির একটি শপিংমলের প্রেক্ষাগৃহে সিনেমা চলাকালীন আগুন লাগার ঘটনা ঘটে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।
 

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে ‘ছাবা’ সিনেমার প্রদর্শন চলাকালে পিভিআর সিনেমার পর্দার এক কোণে আগুন লাগে, যা দ্রুত ছড়িয়ে পড়ে পুরো পর্দায়। এই দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
 

ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, পর্দার এক কোণায় আগুন জ্বলে ওঠে, যা কিছু সময়ের মধ্যে পুরো পর্দা জুড়ে ছড়িয়ে পড়ে। এতে প্রেক্ষাগৃহে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
 

হলের ভেতর থাকা দর্শকরা জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গেই ফায়ার অ্যালার্ম বাজতে থাকে, যা আরও আতঙ্ক তৈরি করে। দর্শকরা দ্রুত প্রেক্ষাগৃহের বাইরে চলে যেতে চেষ্টা করেন, কিন্তু ভিড়ের কারণে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। শেষ পর্যন্ত সিনেমা হল দ্রুত খালি করে দেওয়া হয়।
 

দিল্লির এক দমকল কর্মকর্তা জানিয়েছেন, বিকেল ৫টা ৪২ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর বেশ কিছু দমকল ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ৫টি দমকল ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় বুধবার সন্ধ্যা পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
 

সূত্র: হিন্দুস্থান টাইমস ও এই সময়।