চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ-নিউজিল্যান্ড: হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ০৩:১৫ অপরাহ্ণ   |   ৭৩ বার পঠিত
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ-নিউজিল্যান্ড: হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষা

স্পোর্টস ডেস্ক:-

 

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ‘এ’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে আজ মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। টুর্নামেন্টের ইতিহাসে এটি হবে দুই দলের তৃতীয় সাক্ষাৎ। আগের দুই দেখায় দুই দলই একটি করে জয় পেয়েছে, তাই এবারের লড়াইও সমানে সমান হওয়ার ইঙ্গিত দিচ্ছে।
 

প্রথম দেখা: ২০০২ সালের একপেশে ম্যাচ
২০০২ সালে কলম্বোতে প্রথমবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও নিউজিল্যান্ড। সে ম্যাচে কিউইরা ১৬৭ রানের বিশাল ব্যবধানে জয় পায়। আগে ব্যাট করে নিউজিল্যান্ড ৫০ ওভারে ৯ উইকেটে ২৪৪ রান তোলে। জবাবে বাংলাদেশ মাত্র ৭৭ রানে অলআউট হয়ে যায়, যেখানে দলের হয়ে সর্বোচ্চ ২০ রান করেন তুষার ইমরান।

 

দ্বিতীয় সাক্ষাৎ: ২০১৭ সালে বাংলাদেশের স্মরণীয় জয়
দীর্ঘ ১৫ বছর পর ২০১৭ সালে কার্ডিফে আবারও চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি হয় দুই দল। এবার বাংলাদেশ দুর্দান্ত এক জয় তুলে নেয়, যা তাদের প্রথমবারের মতো আইসিসির কোনো ইভেন্টের সেমিফাইনালে পৌঁছে দেয়।

 

নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেটে ২৬৫ রান করে। লক্ষ্য তাড়ায় বাংলাদেশ ৩৩ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। তবে সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ জাদুকরী ব্যাটিংয়ে দলকে উদ্ধার করেন। দুজন মিলে ২০৯ বলে গড়ে তোলেন ২২৪ রানের অবিশ্বাস্য পার্টনারশিপ। সাকিব ১১৫ বলে ১১৪ এবং মাহমুদউল্লাহ ১০৭ বলে ১০২ রান করেন। তাদের অসাধারণ ব্যাটিংয়ে বাংলাদেশ ৫ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে। যদিও সেমিফাইনালে ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ, তবে ঐতিহাসিক এই জয় ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে অমলিন হয়ে আছে।
 

পরিসংখ্যানের বিচারে এগিয়ে নিউজিল্যান্ড
ওয়ানডে পরিসংখ্যানে নিউজিল্যান্ড বেশ এগিয়ে। এখন পর্যন্ত দুই দলের ৪৫ দেখায় কিউইরা জিতেছে ৩৩ ম্যাচে, আর বাংলাদেশ জয় পেয়েছে ১১টিতে। এক ম্যাচ হয়েছে পরিত্যক্ত।

 

আজকের ম্যাচে কে এগিয়ে থাকবে, তা সময়ই বলে দেবে। তবে দুই দলের পারফরম্যান্স ও অতীতের লড়াইয়ের পরিসংখ্যান দেখে বলা যায়, মাঠে নামার আগে দুদলই আত্মবিশ্বাসে ভরপুর থাকবে।