ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রামে ধর্মীয় সম্প্রীতির মধ্যে দিয়ে উৎসবমুখর পরিবেশে আজ বুধবার (৯ অক্টোবর) থেকে শুরু হচ্ছে ৫দিন ব্যাপী শারদীয় দুর্গোৎসব। জেলায় ৪শ ৮৩টি মণ্ডপে এবার আয়োজন করা হয়েছে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপুজা।
৯ অক্টোবর, বুধবার সন্ধ্যায় ষষ্ঠী বোধনের মাধ্যমে দেবীর আমন্ত্রণ ও অধিবাসের মধ্যে দিয়ে শুরু হবে পূজার মূল আনুষ্ঠানিকতা।
এ উপলক্ষ্যে বর্ণিল সাজে সাজানো হয়েছে প্রতিটি পূজামণ্ডপ। ধর্মীয় সম্প্রীতি, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব পালনের জন্য প্রতিটি মণ্ডপে নেয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। প্রত্যেকটি মণ্ডপে নিরাপত্তার দায়িত্ব পালন করছে আনসার, ভিডিপি ও পুলিশ সদস্যরা।
জেলায় ৪শ ৫০ জন পুলিশ সদস্যের নেতৃত্বে ৩হাজার আনসার ও ভিডিপি মন্দিরগুলোতে সরাসরি নিরাপত্তার দায়িত্বে থাকবেন। এছাড়াও পুলিশের ৫৮টি মোবাইল টিম সহ বিজিবি ও র্যাবের টহল টিমও সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে থাকবেন।
জেলার সবচেয়ে বড় আয়োজনটি হয়েছে কুড়িগ্রাম শহরের দক্ষিণপাড়া পুজা মণ্ডপে। এ মণ্ডপের সভাপতি শ্যামল ভৌমিক জানান, প্রতিবারের ন্যায় আমরা বর্ণিলভাবে পুজা মণ্ডপ সাজিয়েছি। আশা করছি ৫দিন ব্যাপী দুর্গাপুজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পারবো।
জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি বাবু রবি বোস জানান, জেলার ৯ উপজেলায় এবারে ৪শ ৮৩টি মণ্ডপে শারদীয় দুর্গাপুজা অনুষ্ঠিত হবে। পুজার সময় কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের পাশাপাশি পুজা কমিটির পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দল সহ সিসি ক্যামেরা ও নিজস্ব বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে। আমরা আশা করছি প্রতি বছরের ন্যায় উৎসব মুখর পরিবেশে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই আমরা নির্বিঘ্নে সফলভাবে পূজা সম্পন্ন করতে পারবো।
এদিকে, জেলা প্রশাসক নুসরাত সুলতানা ও পুলিশ সুপার মাহফুজুর রহমান জেলার পুজা মণ্ডপগুলো পরিদর্শনকালে জানান, শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব সফল করতে প্রশাসনিক সকল প্রস্তুতি নেয়া হয়েছে।
আগামী ১৩ অক্টোবর বিজয়া দশমীর শোভাযাত্রা ও দেবী দুর্গার বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হবে ৫দিন ব্যাপী এ দুর্গোৎসব।