মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তে পাইলটসহ নিহত ১৯

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২১ জুলাই ২০২৫ ০৮:০৭ অপরাহ্ণ   |   ৩০ বার পঠিত
মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তে পাইলটসহ নিহত ১৯

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর নিহত হয়েছেন। সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনাটি ঘটে। বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বিষয়টি নিশ্চিত করে।
 

নিহত তৌকির ইসলাম সাগর ৭৬ বিএএফএ কোর্সের একজন দক্ষ বিমানবাহিনী কর্মকর্তা ছিলেন। দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে দ্রুত সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি।
 

বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে আছড়ে পড়ে, সঙ্গে সঙ্গেই বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। ভবনটিতে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ থাকায় হতাহতের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়তে থাকে। এখন পর্যন্ত এ দুর্ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন এবং দেড় শতাধিক আহত হয়েছেন বলে আইএসপিআরের পক্ষ থেকে জানানো হয়েছে।
 

দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং উদ্ধার অভিযান শুরু করে। পরবর্তীতে উদ্ধার কাজে যোগ দেয় সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আহতদের মধ্যে অন্তত ৫০ জনকে আশঙ্কাজনক অবস্থায় হেলিকপ্টার ও অ্যাম্বুলেন্সে করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এছাড়া উত্তরাসহ বিভিন্ন হাসপাতালেও অসংখ্য দগ্ধ ও আহত শিক্ষার্থী চিকিৎসাধীন রয়েছেন।
 

আইএসপিআর আরও জানিয়েছে, বিধ্বস্ত হওয়া যুদ্ধবিমানটি ছিল বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমান। উড্ডয়নের পরপরই সেটি কারিগরি ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়।
 

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এক শোকবার্তায় তিনি বলেন, “এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় বিমানসেনা, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও কর্মচারীদের প্রাণহানিতে আমি গভীরভাবে শোকাহত। এই ক্ষতি অপূরণীয়। জাতির জন্য এটি এক বেদনাদায়ক অধ্যায়। আমি আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানাচ্ছি।”