মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-
ময়মনসিংহ সদর কোম্পানি, র্যাব-১৪ এর দুটি পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন—মো. আলাল (৫২) ও শাহাদুল ইসলাম কালু (২৬)।
র্যাব জানায়, কোতোয়ালী মডেল থানার মামলা নং ৪৬(৫)২৩, ধারা—মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১)/১৯(ক), জিআর নং ৩৭৬/২৩ ও প্রসেস নং ৩৮৪৩/২৫-এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. আলালকে গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা চালানো হয়। পরবর্তীতে মঙ্গলবার (৫ নভেম্বর ২০২৫) রাত ৯টা ৫ মিনিটে ময়মনসিংহ সরকারি কলেজের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
অপরদিকে, একই রাতে অপর একটি অভিযানে কোতোয়ালী মডেল থানার মামলা নং ৯৭(১০)২২, ধারা—মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১)/৮(ক), জিআর নং ৬১/২৫ ও প্রসেস নং ৩৮৩৬/২৫-এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শাহাদুল ইসলাম কালু (২৬)-এর অবস্থান শনাক্ত করে র্যাব। রাত ১০টা ৫ মিনিটে রহমতপুর বাইপাস এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত দুই আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ময়মনসিংহ কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।