রণবীরের প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘রণবীর অত্যন্ত সহজাত অভিনেতা। এত বড় তারকা হওয়া সত্ত্বেও সেটে তার উপস্থিতি টের পাওয়া যেত না। ছবির সেটে এক কোণে চুপচাপ বসে থাকত। শুটিং শুরুর আগে রণবীর বলত যে তার কোনো সংলাপ মনে নেই। কিন্তু ক্যামেরা অন হতেই গড়গড়িয়ে সংলাপ বলত। আমাকে পুরো বোকা বানাত। আসলে রণবীর বাড়ি থেকেই প্রস্তুতি নিয়ে সেটে আসত। আর একটা বড় গুণ, সব সময় সময়মতো সেটে আসত রণবীর।’