হিলিতে শুকনো মরিচের দাম কমেছে: ক্রেতাদের স্বস্তি, ব্যবসায়ীদের আশা

প্রকাশকালঃ ০৪ সেপ্টেম্বর ২০২৪ ০৮:৫০ পূর্বাহ্ণ ৬২৭ বার পঠিত
হিলিতে শুকনো মরিচের দাম কমেছে: ক্রেতাদের স্বস্তি, ব্যবসায়ীদের আশা

ঢাকা প্রেস
হিলি প্রতিনিধি:-


দিনাজপুরের হিলি বাজারে শুকনো মরিচের দাম কেজিপ্রতি ৬০ টাকা কমে গিয়েছে। গত সপ্তাহের তুলনায় এই মসলার দাম অনেকটা কমেছে। বাজারে সরবরাহ বাড়ার কারণে দাম কমেছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।

 

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় হিলি বাজার ঘুরে দেখা যায়, শুকনো মরিচ কিনতে আসা ক্রেতারা এই দাম কমাকে স্বাগত জানিয়েছেন। হিলি বাসিন্দা রিয়াজুল হাসান বলেন, “গত ১৫ দিন আগে যখন শুকনো মরিচ কিনতে এসেছিলাম তখন দাম অনেক বেশি ছিল। এখন দাম কমে গিয়েছে, তাই ৫ কেজি কিনেছি। শুধু শুকনো মরিচই না, সব জিনিসের দাম কমলে আমরা সাধারণ মানুষ আরও স্বস্তিতে থাকতে পারবো।”
 

হিলি বাজারের শুকনো মরিচ বিক্রেতা শাকিল মাহমুদ জানান, দেশের বিভিন্ন মোকামে শুকনো মরিচের সরবরাহ বাড়ার কারণে দাম কমেছে। প্রতি মণ শুকনো মরিচের দাম ১০ থেকে ১২ হাজার টাকা থেকে কমে ৭ হাজার ৫০০ থেকে ৮ হাজার টাকায় নেমে এসেছে। ফলে খুচরা বাজারেও দাম কমেছে।
 

এই দাম কমায় সাধারণ মানুষের খরচ কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে। তবে, অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ার কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় এখনও বেশিই রয়েছে।