ইন্দোনেশিয়ায় ৬.২ মাত্রার ভূমিকম্পের আঘাত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ০৩:১০ অপরাহ্ণ   |   ৬৯ বার পঠিত
ইন্দোনেশিয়ায় ৬.২ মাত্রার ভূমিকম্পের আঘাত

অনলাইন ডেস্ক:-
 

ইন্দোনেশিয়ার উত্তর মালুকু উপকূলে ৬.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের উৎস ছিল ভূ-পৃষ্ঠ থেকে ৮১ কিলোমিটার গভীরে।
 

আজ বুধবার, এই ভূমিকম্পের কারণে ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ব্যাপারে তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থার কাছ থেকে।
 

দেশটির ভূপ্রকৃতিবিদ্যা সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের পর সুনামির কোনো আশঙ্কা নেই। উল্লেখ্য, ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ারের ওপর অবস্থান করায়, এখানে প্রায়ই ভূমিকম্প এবং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে থাকে।