নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের বিরুদ্ধে বরাবরই আওয়ামী লীগ ও ওসমান পরিবারের ঘনিষ্ঠতার অভিযোগ উত্থাপন করেছেন দলের অন্যান্য মনোনয়ন প্রত্যাশীরা। সম্প্রতি তার পাশে দেখা গেছে বৈষম্য বিরোধী হত্যা মামলায় পলাতক সাবেক কাউন্সিলর শামসুজ্জোহাকে, যা নিয়ে বন্দরে তীব্র আলোচনা ও সমালোচনা সৃষ্টি হয়েছে।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শামসুজ্জোহা দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। তার ভাই জাহাঙ্গীর জাতীয় পার্টির পদধারী নেতা হলেও শামসুজ্জোহা সাবেক এমপি শামীম ও সেলিম ওসমানের সমাবেশে বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেছেন এবং এলাকায় ব্যাপক প্রভাব বিস্তার করেছেন। তাকে বিভিন্ন অপকর্মের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে—বিএনপি নেতাকর্মীদের মামলা, সরকারি জমি দখল, টিসিবি পণ্য চুরি এবং এমনকি নারী কাউন্সিলর সানিয়া সাউদ-এর ওপর হামলার মতো ঘটনার সঙ্গে নাম জড়িত ছিল।
৫ আগস্টের পর থেকে বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামি হয়ে তিনি এলাকা ছেড়ে পলাতক ছিলেন। কিন্তু সম্প্রতি মাসুদুজ্জামানের গণসংযোগে তাকে উপস্থিত থাকতে দেখা গেছে। মাসুদুজ্জামান তার পাশে রেখে গণসংযোগে বক্তব্য দিয়েছেন।
এর আগে ১৩ নভেম্বর মাসুদ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর বাড়িতে সৌজন্য সাক্ষাতে গিয়ে সাংবাদিকদের বলেন, “ওসমান পরিবারের কোনো দালালের সাথে আপোস করা যাবেনা। তাদের এমন কোনো স্থান দেওয়া যাবেনা যাতে তারা বিএনপির ওপর প্রভাব ফেলতে পারে। এই পরিবার নারায়ণগঞ্জকে সন্ত্রাসের নগরীতে পরিণত করেছিল।”