সীতাকুণ্ডে জামায়াত আয়োজিত জুলাই স্মৃতি ফুটবল ফাইনাল খেলা সম্পন্ন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৭ অক্টোবর ২০২৫ ১১:৫৭ পূর্বাহ্ণ   |   ৩০ বার পঠিত
সীতাকুণ্ডে জামায়াত আয়োজিত জুলাই স্মৃতি ফুটবল ফাইনাল খেলা সম্পন্ন

সীতাকুণ্ড প্রতিনিধিঃ-

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ সীতাকুণ্ড উপজেলা শাখার উদ্যোগে মাসব্যাপী ‘জুলাই স্মৃতি" ফুটবল ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। 

 



শুক্রবার বিকালে সীতাকুণ্ড উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনালে অংশ নেয় ২নং বারৈয়ারঢালা স্পোর্টিং ক্লাব বনাম পৌরসভা শহীদ রাসেল একাদশ। খেলায়বারৈয়াঢালা স্পোর্টিং ক্লাব ৩-০ গোলে জিতে চ্যাম্পিয়ান  এবং  পৌরসভা শহীদ রাসেল একাদশ রানার্সআপ অর্জন করেন। গত ৮ আগষ্ট থেকে শুরু হওয়া উক্ত ফুটবল টূর্ণামেন্টে ১৬টি টিম অংশ নেয়। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। 


শামসুল হুদার সভাপতিত্বে এবং তৌহিদুল ইসলামের পরিচালনায় ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ৪ আসনে জামায়াতের মনোনীত এমপি প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াত আমীর মিজানুর রহমান, সেক্রেটারী মোঃ তাহের, জামায়াত নেতা এড.আশরাফুল রহমান, মিজবাহুল আলম, এড. ছিবগাতুল্লাহ খালেদ, শরিফুল ইসলাম  মাহবুবুর রহমান, শহিদুল ইসলাম, আলী আকবর, রায়হান উদ্দিন, জামাল উল্লাহ, জয়নাল উদ্দিন, আশরাফুল আলম ভূঁইয়া, কাজী জাহেদ ইমাম, সেলিম জাহেদী, সামছুল হুদাসহ উপস্থিত ছিলেন উপজেলা ৯ ইউনিয়ন ও পৌরসভার জামায়াতে ইসলামীর সকল আমীর ও সেক্রেটারিবৃন্দ।