শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিল ভারতীয় দল। বৃষ্টিবিঘ্নিত ম্য়াচে ভারতের লক্ষ্যমাত্রা দাঁড়িয়েছিল ৮ ওভারে ৭৮ রান। ৬.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় ছিনিয়ে নিল ভারত। গম্ভীর-সূর্য কোচ-ক্যাপ্টেন জুটির প্রথম সিরিজ জয়।
শ্রীলংকা প্রথমে ব্যাট করতে নেমে ১৬২ রানের টার্গেট দিয়েছিল ভারতকে। কিন্তু প্রথম ওভারের মাঝেই বৃষ্টি নামে। ওপেনিংয়ে নেমেছিলেন সঞ্জু স্য়ামসন ও জয়সওয়াল। কিন্তু বৃষ্টি এসে পড়ে মাঠে। পরে আবার যখন খেলা শুরু হয়, তখন ৮ ওভারে ৭৮ রানের লক্ষ্য়মাত্রা জয়ের জন্য নির্ধারণ করা হয়। দু ওভারে পাওয়ার প্লে। কিন্তু খেলা পুণরায় শুরু হতেই '০' রানে আউট হয়ে যান স্যামসন। সূর্যকুমার যাদব প্রথম ম্য়াচে অর্ধশতরান করেছিলেন। যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই যেন এদিন ব্যাটিং শুরু করেন ভারত অধিনায়ক। ৪টি বাউন্ডারি ও ১টি ছক্কার সাহায্যে ১২ বলে ২৬ রানের ইনিংস খেলে অবশ্য প্য়াভিলিয়নে ফেরেন তিনি। জয়সওয়াল ৩০ রান করেন ১৫ বলে। ৯ বলে ২২ রানের ক্যামিও ইনিংস খেলে ম্য়াচ জিতিয়ে দেন হার্দিক পাণ্ড্য।
টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। শ্রীলঙ্কার ২ ওপেনার পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস নেমেছিলেন। অর্শদীপ লঙ্কা শিবিরে প্রথম আঘাত হানেন। তাঁর বলে ১০ রান করে বিষ্ণোইয়ের হাতে ক্যাচ দিয় ফিরে যান মেন্ডিস। এরপর পাথুম নিশাঙ্কার সঙ্গে কুশল মেন্ডিস দলের হাল ধরেন। দুজনে মিলে দলের স্কোর এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। নিশাঙ্কা ২৪ বলে ৩২ রান করে প্যাভিলিয়নে ফেরেন রবি বিষ্ণোইয়ের শিকার হয়ে। তবে কুশল পেরেরা ৩৪ বলে ৫৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন কুশল পেরেরা। কামিন্দু মেন্ডিস ২৩ বলে ২৬ রানের ইনিংস খেলেন। লোয়ার অর্ডারে সেভাবে কেউই আর রান করতে পারেননি। শনাকা ও হাসারাঙ্গা দুজনের কেউই রান পাননি।
মঙ্গলবার সিরিজের শেষ টি-টোয়েন্টিতে খেলতে নামবে ২ দল। এরপর তিন ম্য়াচের ওয়ান ডে সিরিজ শুরু হবে।