বৈষম্যবিরোধী আন্দোলনের মামলা: গ্রেফতারে আগে নিতে হবে ঊর্ধ্বতনের অনুমতি

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১২ এপ্রিল ২০২৫ ০৭:৩৯ অপরাহ্ণ   |   ১১০ বার পঠিত
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলা: গ্রেফতারে আগে নিতে হবে ঊর্ধ্বতনের অনুমতি

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক মামলায় এখন থেকে কাউকে গ্রেফতারের আগে নিতে হবে ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি। এমন নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
 

বৃহস্পতিবার (১০ এপ্রিল) ডিএমপির যুগ্ম কমিশনার ফারুক হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা জারি করা হয়।
 

আদেশে বলা হয়েছে, এসব মামলার এজাহারে অনেক সময় একাধিক ব্যক্তির নাম থাকলেও কাউকে গ্রেফতারের পূর্বে তার সংশ্লিষ্টতার সুনির্দিষ্ট প্রমাণ থাকতে হবে। প্রমাণ হিসেবে ভুক্তভোগীর বক্তব্য, প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য, ঘটনার ভিডিও-অডিও বা ছবি, কিংবা মোবাইল কললিস্ট (সিডিআর) গ্রহণযোগ্য হবে।
 

ফারুক হোসেন বলেন, “আমরা নিশ্চিত করতে চাই, যেন কোনও নিরপরাধ ব্যক্তি হয়রানির শিকার না হন এবং প্রকৃত অপরাধীরা যেন পার না পেয়ে যান।”
 

এর আগে গত বছরের ১০ সেপ্টেম্বর পুলিশ সদর দপ্তর থেকেও অনুরূপ নির্দেশনা দেওয়া হয়েছিল। সেখানে বলা হয়েছিল, সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া কোনও সরকারি কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করা যাবে না।
 

এছাড়া প্রাথমিক তদন্তে যার বিরুদ্ধে সংশ্লিষ্টতার প্রমাণ না পাওয়া গেলে, তার নাম মামলার তালিকা থেকে বাদ দিতে হবে বলেও উল্লেখ করা হয়েছিল।
 

এ বিষয়ে সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “মামলা হলেই সঙ্গে সঙ্গে গ্রেফতার করতে হবে—এমন কোনো নিয়ম নেই।”