ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও নিরপরাধ জেলবন্দি বিডিআর সদস্যদের মুক্তি এবং চাকরিচ্যুত সকল সদস্যদের চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছে কুড়িগ্রাম বিডিআর কল্যাণ পরিষদ।
রোববার দুপুরে কুড়িগ্রাম শহরের শাপলা চত্বরের সামনে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পরিকল্পিত পিলখানা হত্যাকাণ্ডে বিদ্রোহের নামে প্রহসনের বিচারের নামে ১৮ হাজার ৫ শত উনিশ সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে চাকরিচ্যুত করা হয়। প্রায় ৮ শতাধিক বিডিআর সদস্য কারাগারে মৃত্যু প্রহর গুনছে।অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তি ও চাকরিতে পূর্নবাহলের দাবি জানান তারা।
মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রামের সংগঠক আলমগীর হোসেন।
এ সময় বক্তব্য রাখেন আন্দোলনের মুখপাত্র বিডিআর সদস্য মো. আব্দুল আখের,বিডিআর এর শিশুসন্তান মিম,মাহি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চাকুরিচ্যুত বিডিআর সদস্য সিরাজুল ইসলাম ,শফিকুল ইসলাম ও বিডিআর সদস্যের পরিবারের সদস্যরা।
আন্দোলনের মুখপাত্র বিডিআর মো. আব্দুল আখের আলী বলেন, আমাদের অনেকে নিরপরাধ থেকেও চাকুরিচ্যুত হতে হয়েছে। এখনো প্রায় ৮ শতাধিক বিডিআর কারাগারে আছেন।তাদেরকে নিঃশর্ত মুক্তি দিয়ে চাকুরিতে পুনর্বহাল করা হোক।