দিনের শুরুতেই সাফল্য টাইগারদের

প্রকাশকালঃ ১৭ জুন ২০২৩ ০৩:৩০ অপরাহ্ণ ১৭৩ বার পঠিত
দিনের শুরুতেই সাফল্য টাইগারদের

পাহাড়সম টার্গেট ব্যাটিংয়ে নেমে ২ উইকেটে ৪৫ রান নিয়ে আজ শনিবার ঢাকা টেস্টের চতুর্থ দিন শুরু করেছিল আফগানিস্তান। চেষ্টা করছিল দ্রুত রান তোলার। কিন্তু দিনের তৃতীয় ওভারেই বাংলাদেশকে সাফল্য এনে দেন পেসার এবাদত হোসেন। তার বলে লিটন দাসের গ্লাভসবন্দি হয়ে ফিরেন নাসির জামাল (৬)।

এর আগে গতকাল ম্যাচের তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই উইকেট হারায় আফগানিস্তান। শরীফুল ইসলামের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ইব্রাহিম জারদান (০)। রিভিউ নিয়েও তিনি বাঁচতে পারেননি। আফগানদের চাপে রাখতে স্লিপে পাঁচ ফিল্ডার দাঁড় করিয়ে দেন অধিনায়ক লিটন দাস।


সেইসঙ্গে কখনো ছিল এক গালি এবং এক শর্টলেগ। সব মিলিয়ে কিপারসহ ৮ জন! দ্বিতীয় ওভারে ফের শিকারীর ভূমিকা নেন তাসকিন। তার বলে আব্দুল মালিক (৭) ধরা পড়েন লিটন দাসের গ্লাভসে। ১২ রানে নেই ২ উইকেট।

৬ষ্ঠ ওভারে তাসকিন আহমেদের ভয়ংকর এক বাউন্সার হেলমেটে লাগায় রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন আফগান অধিনায়ক হাসমতুল্লাহ শহিদি (১৩)। পরে অলোকস্বল্পতায় বিকাল ৫টার দিকে তৃতীয় দিনের খেলার সমাপ্তি টানা হয়। রহমত শাহ ১০* আর নাসির জামাল ৫* রানে অপরাজিত ছিলেন।