গত রোববার রাতে স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে তাঁকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তাঁকে ভর্তি করা হয়। সেখানে নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
এসময় লন্ডন থেকে বড় ছেলে তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতির বিষয়ে সার্বক্ষণিকভাবে খোঁজখবর রাখছেন। ঢাকায় তাঁর পাশে রয়েছেন ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান।
এরআগে গত ১৫ অক্টোবর এক দিনের জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন খালেদা জিয়া। দীর্ঘদিন ধরে তিনি আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি ও ফুসফুসের জটিলতা, চোখের সমস্যা সহ নানা ধরনের শারীরিক অসুস্থতায় ভুগছেন।