ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার (চাঁদপুর):-
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বাড়িতে ভাঙচুর, লুটপাট ও আগুন দেওয়ার ঘটনায় মোহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী মিজানুর রহমানসহ ১২১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত পুলিশ ৬ জনকে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) খায়রুল কবির চৌধুরী।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন: আরজু সরকার (৪০), জুয়েল প্রধান (৩৭), নবীর হোসেন (২৫), সিফাত (২৫), মো. আলমগীর সরকার (৩৭) ও মো. জীবন সরকার (২৮)।
পুলিশ জানায়, মায়া চৌধুরীর বাড়িতে ভাঙচুর, লুটপাট ও আগুন দেওয়ার ঘটনায় মতলব উত্তর থানায় ১৮ নভেম্বর শিপন খালাসী নামে এক ব্যক্তি বাদী হয়ে ৪১ জন এজাহারনামি এবং ৭০-৮০ জন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা করেন।
এ ঘটনার পূর্বে ১৬ নভেম্বর রাতে মতলব উত্তর উপজেলার মোহনপুরে মায়া চৌধুরীর বাড়ির দুটি ভবনে ভাঙচুর, লুটপাট ও আগুন দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে উপস্থিত হয় সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিস।
পুলিশ জানায়, দুর্বৃত্তরা বাড়ির নিচতলায় আগুন দেওয়ার আগে সেখানে থাকা ফার্নিচারগুলো গাড়িতে করে নিয়ে যায়, এবং মায়া চৌধুরীর কিছু মূল্যবান স্মারকও চুরি করা হয়।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক জানিয়েছেন, গ্রেপ্তারকৃত আসামিদের চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।