কুমিল্লার বাঙ্গরা বাজারে ৩০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪, পলাতক ২

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২১ আগu ২০২৫ ০৬:২২ অপরাহ্ণ   |   ৫৬ বার পঠিত
কুমিল্লার বাঙ্গরা বাজারে ৩০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪, পলাতক ২

মিজানুর রহমান-স্টাফ রিপোর্টার:-

 

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার পুলিশের বিশেষ অভিযানে ৩০ কেজি গাঁজা ও একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। এ ঘটনায় চারজন মাদক কারবারিকে আটক করা হলেও আরও দুইজন পালিয়ে গেছে।
 

বুধবার (২০ আগস্ট ২০২৫) বিকেল সাড়ে ৪টার দিকে শ্রীকাইল ইউনিয়নের সোনাকান্দা পশ্চিমপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) নিংওয়াই মারমার নেতৃত্বে একটি দল মফিজ মিয়ার "মা ভ্যারাইটিজ স্টোর"-এর সামনে ঘোড়াশাল-শ্রীকাইল বাজারগামী রাস্তায় একটি সিএনজিকে থামিয়ে তল্লাশি চালায়।
 

তল্লাশির সময় সিএনজি থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার হয়। ঘটনাস্থলেই চারজনকে গ্রেপ্তার করা হয় এবং জব্দ তালিকার মাধ্যমে গাঁজা ও সিএনজি জব্দ করা হয়।
 

গ্রেপ্তারকৃতরা হলেন—

১. বোরহান (৩২), পিতা: নুর ইসলাম, গ্রাম: হিরাকাশী, ২নং আকুবপুর ইউপি
২. মো. কাউছার (২৮), পিতা: জহর মিয়া, গ্রাম: হায়দরাবাদ, ফরিদ হাজীর বাড়ি, ৩নং আন্দিকুট ইউপি
৩. মো. ইসমাইল মিয়া (৩২), পিতা: সেন্টু মিয়া, গ্রাম: হায়দরাবাদ, সফিক ডাক্তারের বাড়ি, ৩নং আন্দিকুট ইউপি
৪. মো. মাছুম (১৯), পিতা: ছাহেদ, গ্রাম: হায়দরাবাদ (সাক্কাডি), কাদির মাস্টারের বাড়ি, ৩নং আন্দিকুট ইউপি

গ্রেপ্তারদের বৃহস্পতিবার (২১ আগস্ট ২০২৫) আদালতের মাধ্যমে কুমিল্লা জেলহাজতে পাঠানো হয়েছে।
 

পলাতক দুই আসামি—

৫. সিয়াম (১৯), পিতা: অজ্ঞাত, গ্রাম: সোনারামপুর
৬. মো. দেলোয়ার (৪২), পিতা: মো. সেলিম, গ্রাম: হায়দরাবাদ

 

পুলিশ জানিয়েছে, অভিযানের সময় এ দুইজন পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
 

ঘটনার পর এসআই নিংওয়াই মারমা থানায় ফিরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ধারা ৩৬(১) সারনির ১৯(গ)/৩৮/৪১ অনুযায়ী মামলা দায়ের করেন (মামলা নং-১৪, তারিখ: ২০/০৮/২০২৫)। মামলার তদন্তভার এসআই বিশ্বজিৎ দাশের ওপর ন্যস্ত করা হয়েছে।
 

বাঙ্গরা বাজার থানার ওসি বলেন, “এটি আমাদের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ। সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে আমাদের অভিযান চলবে।”
 

স্থানীয় বাসিন্দারা এ অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এবং মাদকের বিরুদ্ধে পুলিশের কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন।