সেই কাতার বিশ্বকাপ ব্যর্থতার পর আর জাতীয় দলের কোচ নিয়োগ দেয়নি ব্রাজিল। অন্তর্বর্তী কোচ দিয়েই কাজ চালানো হচ্ছে। পাঁচবারের বিশ্বজয়ীদের সম্ভাব্য কোচ হিসেবে শোনা যাচ্ছে বেশ কয়েকটি নাম। কিন্তু কোনোটাই এখনো নিশ্চিত নয়।
এবার জানা গেল, তিতের উত্তরসূরী হিসেবে এখনো ব্রাজিলের এক নম্বর পছন্দ রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি এডনাল্ডো রদ্রিগেজ এমনটাই বলেছেন।
এবারের মৌসুমে বার্সেলোনার কাছে লা লিগা ও ম্যান সিটির কাছে সেমিফাইনালে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা স্বপ্ন শেষ হলেও রিয়াল মাদ্রিদকে কোপা ডেল রে’র শিরোপা উপহার দিয়েছেন আনচেলত্তি। তাকে নিয়ে রদ্রিগেজ বলেন, ‘আনচেলত্তি এমন একজন কোচ যার মধ্যে নতুন নতুন প্রতিভা খেলানোর লক্ষ্য ও সাহস আছে।
অন্য কোন কোচদের অসম্মান করছি না। ব্রাজিলেও অনেকে আমাদের নজরে আছেন।এই পদের জন্য তারাও যোগ্য। কিন্তু আমাদের একটি পরিকল্পনা আছে যার সাথে আনচেলত্তির লক্ষ্য পুরোপুরি মিলে যায়।’
এদিকে ব্রাজিলের প্রবল আগ্রহ থাকলেও ২০২৪ সালের জুন পর্যন্ত রিয়ালেই থাকতে চান আনচেলত্তি। তবে তাকে ব্রাজিলের কোচ হতে রাজি করানোর ব্যাপারে এখনো আশাবাদী রদ্রিগেজ, ‘আমাদের মধ্যে এই আত্মবিশ্বাস আছে যে আমরা তাকে রাজী করাতে পারবো। লা লিগা শেষ হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। যদিও ইতোমধ্যেই বার্সেলোনা শিরোপা নিশ্চিত করেছে। কিন্তু আমাদের মৌসুম শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাকে দলে আনার ব্যাপারে আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে।’
রদ্রিগেজ জানিয়েছেন তিনি আনচেলত্তির চুক্তির পরিস্থিতি বুঝতে পারছেন। কিন্তু আনচেলত্তিও যে ব্রাজিল জাতীয় দলের ব্যপারে আগ্রহী সেটাও তিনি জানেন। রদ্রিগেজ বলেন, ‘আমি যদি তার জায়গায় থাকতাম এবং আমার চুক্তি নিয়ে জোর করা হতো, তাহলে আমি হয়তো দ্বিতীয় কোনো চিন্তা করতাম। আমি জানি, ব্রাজিল জাতীয় দলের প্রতি তার মনোযোগ আছে। অনেক খেলোয়াড়ের সাথে আনচেলত্তি আগে থেকেই পরিচিত যারা এখনো জাতীয় দলে খেলছে।’