মার্চে নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার ৪৪২ জন: মহিলা পরিষদ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৮ এপ্রিল ২০২৫ ০২:৩৬ অপরাহ্ণ   |   ১৩৯ বার পঠিত
মার্চে নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার ৪৪২ জন: মহিলা পরিষদ

অনলাইন ডেস্ক:-

 

চলতি বছরের মার্চ মাসে সারাদেশে ৪৪২ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রকাশিত এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে ১৫টি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের ভিত্তিতে, যা সংরক্ষণ করে মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপ-পরিষদ।
 

ধর্ষণ ও যৌন সহিংসতা:

মার্চ মাসে ধর্ষণের শিকার হয়েছেন ১২৫ জন কন্যাসহ মোট ১৬৩ জন।

  • দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ১৮ জন কন্যাসহ মোট ৩৬ জন।

  • ধর্ষণের পর হত্যা করা হয়েছে ২ জন কন্যাকে।

  • ধর্ষণের কারণে আত্মহত্যা করেছেন ২ জন কন্যা।

  • ধর্ষণের চেষ্টার শিকার হয়েছেন ৫৫ জন কন্যাসহ মোট ৭০ জন।

  • যৌন নিপীড়নের শিকার হয়েছেন ১২ জন কন্যাসহ ১৬ জন।

  • উত্ত্যক্তের শিকার হয়েছেন ৮ জন, যাদের মধ্যে ৬ জন কন্যা।
     

হত্যা ও রহস্যজনক মৃত্যু:

  • বিভিন্ন কারণে নিহত হয়েছেন ৯ জন কন্যাসহ মোট ৫৪ জন।

  • রহস্যজনক মৃত্যুর শিকার হয়েছেন ৯ জন কন্যাসহ ২৯ জন।

  • আত্মহত্যা করেছেন ২ জন কন্যাসহ মোট ১৩ জন।

  • যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছেন ৫ জন, যাদের মধ্যে ২ জন নিহত হয়েছেন।
     

অন্যান্য সহিংসতা:

  • নারী ও কন্যা পাচারের শিকার হয়েছেন ১০ জন কন্যাসহ মোট ২১ জন।

  • শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন ২ জন কন্যাসহ মোট ১৭ জন।

  • পারিবারিক সহিংসতায় নির্যাতনের শিকার হয়েছেন ৩ জন।

  • গৃহকর্মী হত্যার শিকার হয়েছেন ২ জন।

  • পিতৃত্ব দাবির ঘটনা ঘটেছে ১টি।

  • অপহরণের শিকার হয়েছেন ৬ জন কন্যাসহ মোট ৮ জন।

  • অপহরণের চেষ্টার শিকার হয়েছেন ২ জন কন্যাসহ ১১ জন।

  • সাইবার অপরাধের শিকার হয়েছেন ৩ জন।

  • বাল্যবিবাহের চেষ্টার ঘটনা ঘটেছে ৩টি।

  • অন্যান্য বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছেন ৪ জন কন্যাসহ মোট ১২ জন।
     

মহিলা পরিষদ এ প্রতিবেদনের মাধ্যমে সমাজে নারী ও কন্যাশিশুদের প্রতি সহিংসতা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে।