ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান রুহুল আমিন (৫৪)–কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোরে নিজ বাড়ি ধনপতিখোলা গ্রাম থেকে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের মৃত সুরুজ ব্যাপারীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের নভেম্বর মাসে দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। বাঙ্গরা বাজার থানার উপ-পরিদর্শক (এসআই) নিংওয়াই মারমা এই গ্রেফতার অভিযান পরিচালনা করেন।
এ ছাড়া স্থানীয়দের অভিযোগ, রুহুল আমিনের বিরুদ্ধে এলাকায় সাধারণ মানুষের ওপর নিপীড়ন চালানোর একাধিক অভিযোগ রয়েছে। সম্প্রতি এক যুবককে পিটিয়ে আহত করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা তৈরি হয়।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, গ্রেফতারের পর রুহুল আমিনকে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়েছে।