বাঙ্গরায় মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ইয়াবাসহ গ্রেপ্তার!

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৬ জুলাই ২০২৫ ১১:২৩ অপরাহ্ণ   |   ৬৪ বার পঠিত
বাঙ্গরায় মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ইয়াবাসহ গ্রেপ্তার!

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার টনকী গ্রাম থেকে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে ২২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি মতিন (৪৫), একই গ্রামের মৃত আব্দুল হালিমের ছেলে।

থানা সূত্রে জানা গেছে, শনিবার রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার এসআই ফরহাদুল হক সঙ্গীয় ফোর্সসহ টনকী গ্রামের হালিম সরকারের বাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় মতিনকে তার নিজ বসতঘর থেকে ২২৫ পিস ইয়াবাসহ আটক করা হয়।

পরে এসআই বিকাশ সাহা বাদী হয়ে মতিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দিন আল মাহমুদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে চালানো অভিযানে মাদক ব্যবসায়ী মতিনকে ইয়াবাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পূর্বেও একটি মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। রবিবার তাকে আদালতের মাধ্যমে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।