আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
নৈতিক সমাজের ডাকে গতকাল বুধবার বিকেলে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জনসভা অনুষ্ঠিত হয়েছে । অপরাধ, দুর্নীতি ও সংঘাত মুক্ত রাজনীতি বাস্তবায়ন এবং বিচার ও সংস্কার বাস্তবায়ন নিশ্চিতকরণ গণপরিষদ নির্বাচন সকল বিভাগে চাই প্রাদেশিক রাজ্য স্থাপন সহ বিভিন্ন দাবি তুলে ধরে নৈতিক সমাজের ডাকে জনসভা অনুষ্ঠিত হয়েছে ।
উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৈতিক সমাজের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল (অবঃ) আমসা আ আমিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল হাকিম খন্দকার ,নাগেশ্বরী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কে এম মহিবুল হক-খোকন, সাবেক ছাত্রনেতা মাজেদ আলী, আশরাফ আলী , বীর মুক্তিযোদ্ধা ইসলাম হোসেন এবং জনসভা পরিচালনা করেন নৈতিক সমাজ কুড়িগ্রাম জেলা শাখার সদস্য সচিব মোঃ রোকনুজ্জামান রোকন।
জনসভায় প্রধান অতিথি নৈতিক সমাজের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল (অবঃ) আমসা আ আমিন বলেন , নৈতিক সমাজ হচ্ছে একটি নৈতিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও রাষ্ট্র মেরামত আন্দোলন। মহান স্বাধীনতার অর্ধ-শতাব্দি পেরিয়ে আজ প্রয়োজন হল দ্বিতীয় স্বাধীনতার। দীর্ঘ ৫ দশকেও সাধারণ মানুষের মুক্তি আসেনি, জীবন-মান উন্নত হয়নি। ন্যায়-সংগত সমাজ, রাজনীতি ও রাষ্ট্র গড়ে উঠেনি। গড়ে উঠেনি গণতন্ত্র ৷ কারণ ক্ষমতাসীনরা ধ্বংস করেছে রাজনৈতিক মূল্যবোধ; গড়ে তুলেছে অপরাধ, দুর্নীতি, সন্ত্রাস; করেছে ক্ষমতার অপব্যবহার। এখন সমাজে নৈতিক জাগরণ, রাজনৈতিক সংস্কার ও রাষ্ট্রের বৈপ্লবিক মেরামত ছাড়া উন্নত জাতি-রাষ্ট্র গঠনের অন্য কোন পথ নেই।
সাফল্যের জন্য “সততাই শ্রেষ্ঠ নীতি”, “মানবতাই শ্রেষ্ঠ আদর্শ” এবং “দুর্নীতিমুক্ত রাজনীতিই শ্রেষ্ঠ পথ”- নৈতিক মূল্যবোধ সমৃদ্ধ নেতৃত্ব ও রাজনীতির এ পথ আমাদেরকেই তৈরি করতে হবে। এ পথেই “ন্যায্য সমাজ, উন্নত জীবন-মান ও জাতীয় মর্যাদা” অর্জন সম্ভব। অবশ্যই সম্ভব নৈতিক নেতৃত্ব, দুর্নীতিমুক্ত রাজনীতি, উন্নত অর্থনীতি ও সকলের দায়বদ্ধতা নিশ্চিত করা।
সভাপতি ও সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল (অবঃ) আমসা আ আমিন আরও বলেন , “মুক্তি সনদ” গড়বে নৈতিক বিপ্লব, গড়বে “নতুন বাংলাদেশ”। এ সনদ বদলে দিবেই সমাজ ও রাষ্ট্রের চরিত্র; স্বৈরতন্ত্র ফিরবে না কোন দিন। কথায় নয়, আমরা তা কাজে প্রমাণ করব; গড়ে তুলব গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন ও ন্যায়বিচার। অবশ্যই গড়ে তুলব দুর্নীতি মুক্ত রাজনীতি ও নৈতিক সমাজ, গড়ে তুলব নতুন বাংলাদেশ। “কে আছ জোয়ান, হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যৎ”