ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধে বিল পাস

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৭ জানুয়ারি ২০২৬ ১২:৫৬ অপরাহ্ণ   |   ৩১ বার পঠিত
ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধে বিল পাস

অনলাইন ডেস্ক:


১৫ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করতে একটি বিল ফ্রান্সের জাতীয় পরিষদে (ন্যাশনাল অ্যাসেম্বলি) পাস হয়েছে। শিশুদের অতিরিক্ত স্ক্রিন টাইম ও অনলাইন ঝুঁকি থেকে সুরক্ষার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
 

সোমবার থেকে মঙ্গলবার রাতভর চলা অধিবেশনে বিলটি নিয়ে ভোটাভুটি হয়। এতে পক্ষে ১১৬ থেকে ১৩০টি এবং বিপক্ষে ২১ থেকে ২৩টি ভোট পড়ে। প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বিলটির প্রতি সমর্থন জানিয়ে একে শিশু ও কিশোরদের সুরক্ষায় ‘গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ হিসেবে অভিহিত করেছেন। বিলটি এখন উচ্চকক্ষ সিনেটে পাঠানো হবে। সেখানে অনুমোদন পেলে এটি আইনে পরিণত হবে।
 

সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় প্রেসিডেন্ট মাখোঁ সরকারকে দ্রুত পরবর্তী ধাপ এগিয়ে নেওয়ার আহ্বান জানান, যাতে আগামী শিক্ষাবর্ষের শুরুতেই নিষেধাজ্ঞা কার্যকর করা যায়। ফ্রান্সে নতুন শিক্ষাবর্ষ শুরু হয় ১ সেপ্টেম্বর। তিনি বলেন, ‘আমাদের শিশুদের মস্তিষ্ক বিক্রির জন্য নয়।’
 

বিলটির উদ্যোক্তা এমপি লর মিলার বলেন, এই আইনের মাধ্যমে সমাজে একটি স্পষ্ট সীমারেখা টানা হচ্ছে। ল্য মঁদ পত্রিকাকে তিনি বলেন, ‘সোশ্যাল নেটওয়ার্কগুলো নিরীহ নয়। তারা মানুষকে একত্রিত করার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে দূরে সরিয়ে দিয়েছে, তথ্য দেওয়ার নামে তথ্যের ভারে ডুবিয়েছে এবং বিনোদনের নামে মানুষকে বন্দি করে ফেলেছে।’
 

নতুন খসড়া অনুযায়ী, রাষ্ট্রীয় মিডিয়া নিয়ন্ত্রক সংস্থা ক্ষতিকর বলে বিবেচিত সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর একটি তালিকা প্রণয়ন করবে। এসব প্ল্যাটফর্ম ১৫ বছরের কম বয়সীদের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। তুলনামূলকভাবে কম ক্ষতিকর সাইটগুলোর জন্য আলাদা তালিকা করা হবে, যেখানে ব্যবহার করতে হলে বাবা-মায়ের স্পষ্ট অনুমোদন প্রয়োজন হবে। পাশাপাশি প্রস্তাবিত আইনে হাইস্কুলগুলোতে (লিসে) মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করার কথাও বলা হয়েছে। জুনিয়র ও মিডল স্কুলে এ নিষেধাজ্ঞা আগেই কার্যকর রয়েছে।
 

আইনটি কার্যকর হলে বয়স যাচাইয়ের একটি গ্রহণযোগ্য পদ্ধতি চালু করতে হবে ফ্রান্সকে। বর্তমানে দেশটিতে ১৮ বছরের বেশি বয়সীদের অনলাইন পর্নোগ্রাফি দেখার ক্ষেত্রে বয়স প্রমাণের ব্যবস্থা রয়েছে।
 

ইউরোপের ডেনমার্ক, গ্রিস, স্পেন ও আয়ারল্যান্ডও অস্ট্রেলিয়ার দৃষ্টান্ত অনুসরণে অনুরূপ পদক্ষেপ বিবেচনা করছে। এ মাসের শুরুতে যুক্তরাজ্য সরকার ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার বিষয়ে জনমত গ্রহণ শুরু করেছে।
 

উল্লেখ্য, প্রস্তাবিত ফরাসি আইনের ভিত্তি গত বছরের শেষ দিকে এমপি লর মিলারের তৈরি করা একটি খসড়া, যা টিকটকসহ বিভিন্ন নেটওয়ার্কের মানসিক প্রভাব নিয়ে সংসদীয় তদন্তের ফল। এর আগে ২০২৩ সালে কিশোর-কিশোরীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের একটি প্রস্তাব আদালতে ইউরোপীয় আইন লঙ্ঘনের কারণে কার্যকর করা সম্ভব হয়নি।
 

এদিকে সাবেক প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্ন এ উদ্যোগ নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তিনি রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ‘ফ্রান্স টু’কে বলেন, ‘বিষয়টি এতটা সহজ নয়। প্রথমে আমাদের নিশ্চিত করতে হবে যে মাধ্যমিক বিদ্যালয়গুলোতে বিদ্যমান নিষেধাজ্ঞা সঠিকভাবে কার্যকর হচ্ছে।’