অভিষেক ম্যাচে শূন্য করেছিলেন। পরের ম্যাচেই শতরান করলেন অভিষেক শর্মা। এক দিনের তফাতে বদলে গেল অভিষেকের ভাগ্য। পর পর তিনটি ছক্কা মেরে শতরান করলেন তিনি। ভারতের হয়ে সব থেকে কম ইনিংস খেলে টি-টোয়েন্টিতে শতরানের রেকর্ড গড়লেন অভিষেক। এটি তাঁর দ্বিতীয় ইনিংস ছিল। সেই ম্যাচেই শতরান করলেন তিনি।
রবিবার জ়িম্বাবোয়ের বিরুদ্ধে ৪৬ বলে শতরান করলেন অভিষেক। আটটি ছক্কা মারেন তিনি। শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করছিলেন অভিষেক। আইপিএলে তাঁকে এই রকম ভাবে ব্যাট করতে দেখা গিয়েছিল। সেই কারণেই ভারতীয় দলে সুযোগ দেওয়া হয় অভিষেককে। প্রথম ম্যাচে চার বলে শূন্য রান করেছিলেন তিনি। দ্বিতীয় ম্যাচেই শতরান করে বুঝিয়ে দিলেন তাঁকে দলে নিয়ে ভুল করেননি নির্বাচকেরা।
জ়িম্বাবোয়ের বিরুদ্ধে এর আগে কখনও কোনও ভারতীয় ব্যাটার টি-টোয়েন্টি ক্রিকেটে শতরান করেননি। অভিষেকই প্রথম সেই কীর্তি গড়লেন।
ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে বিশ্বকাপ জিতেছিলেন অভিষেক। এই বছর মার্চে তাঁর নাম জড়িয়ে গিয়েছিল সুরাতের তরুণী মডেল তানিয়া সিংহের মৃত্যুর সঙ্গে। অভিষেককে ডেকে জেরা করে পুলিশ। তানিয়া মৃত্যুর আগে কথা বলেছিলেন অভিষেকের সঙ্গে। সেই ঘটনা ভারতীয় ক্রিকেটারের জীবনে একটা চাপ তৈরি করেছিল।
২৩ বছরের অভিষেক যদিও খেলায় সেটার ছাপ পড়তে দেননি। এ বারের আইপিএলে ১৬ ম্যাচে ৪৮৪ রান করেন। তাঁর স্ট্রাইক রেট ছিল ২০৪.২২। আইপিএলে ৪২টি ছক্কা মেরেছিলেন অভিষেক। ভারতের জার্সিতেও তাঁকে সেই ফর্মে দেখা গেল।
ভারতের অধিনায়ক শুভমন রবিবার বেশি রান করতে পারেননি। দ্রুত আউট হয়ে যান তিনি। ভারতের হয়ে ইনিংস গড়ার দায়িত্ব ছিল অভিষেক এবং রুতুরাজ গায়কোয়াড়ের উপর। রুতুরাজ এক দিক ধরে রেখেছিলেন। অভিষেক আক্রমণ করতে থাকেন। ৩৩ বলে অর্ধশতরান করেছিলেন তিনি। পরের ৫০ রান করতে অভিষেক নেন মাত্র ১৩ বল।